আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

Bangladesh is third in Asian Gojoryu Karate

এশিয়ান গোজোরিউ কারাতেতে বাংলাদেশ তৃতীয়

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১৫ জুন, ২০২৪, ০৭:২৩ পিএম

এশিয়ান গোজোরিউ কারাতেতে বাংলাদেশ তৃতীয়
এশিয়ান গোজোরিউ কারাতেতে তৃতীয় হয়েছে বাংলাদেশ ।....সংগৃহীত ছবি

ভারতের পুনেতে শিবাজি ছত্রপতি স্পোটর্স কমপ্লেক্সে এশিয়ান গোজোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর সমাপ্ত হয়েছে। এতে কাজাখস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, নেপাল ও বাংলাদেশের ৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। আসরে ভারত চ্যাম্পিয়ন, নেপাল রানার্সআপ এবং বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করে। 

বাংলাদেশ টিমে ছিলেন যথাক্রমে: হানসি খালেদ মনসুর চৌধুরী, শাহিদা আক্তার, আনোয়ার হোসেন, নেয়ামত হোসেন, মিথিলা আফরোজ, সানজিদা আক্তার ও ফাইকা হোসেন। 

এদিকে গোজোরিউ কারাতেতে অবদানের জন্য এজিকেএফ কর্তৃক এশিয়ার জেনারেল সেক্রেটারি হানসি খালেদ মনসুর চৌধুরীকে বিশেষ এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে নবম আসরটি শ্রীলঙ্কায় এবং ২০২৬ সালে দশম আসরটি বাংলাদেশ অনুষ্ঠিত হবে। 



google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0