আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ১৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

T20 World Cup

যে ৪ দলকে বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন যুবরাজ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪, ০৪:৩৯ এএম

যে ৪ দলকে বিশ্বকাপের  সেমিফাইনালে দেখছেন যুবরাজ
.....প্রতীকী ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রায় সব দেশই ফরম্যাটটিতে সিরিজ খেলতে ব্যস্ত। চলমান আইপিএলের কারণে আবার বেশ কয়েকটি দেশ এখন কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে না। তবে সবার মনোযোগই আসন্ন মেগা টুর্নামেন্টটির দিকে। সেখানে কারা কেমন করবে কিংবা কার সামর্থ্যের দৌড় কতটুকু সেটা নির্বাচনে নেমেছেন সাবেক তারকা ক্রিকেটাররা। সম্প্রতি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হওয়া সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং–ও সেমিফাইনালের সম্ভাব্য চার দল বেছে নিয়েছেন।

আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রিকেটের প্রচারে যুবরাজকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছে আইসিসি। এরপর আইসিসির ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে যুবরাজকে জিজ্ঞেস করা হয়েছিল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চার সেমিফাইনালিস্ট কারা হবে বলে মনে করেন তিনি।

এর জবাবে চারটি দল বেছে নিলেও, তাদের ফেবারিট মানার কারণ ব্যাখ্যা করেননি যুবরাজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম ফিফটির এই মালিক অবশ্য সেই দলে রাখেননি বিশ্বকাপের অন্যতম আয়োজক ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। কোন চার দল সেমিতে যাবে তার বিপরীতে যুবরাজের জবাব, ‘ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান।’ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের বহুল কাঙ্ক্ষিত ম্যাচ হবে আগামী ৯ জুন। এ নিয়ে যুবরাজ বলেন, ‘নিউইয়র্কের ভারত-পাকিস্তানের ম্যাচ এই বছর সবচেয়ে বড় ম্যাচের একটি। নতুন স্টেডিয়ামে বিশ্বের সেরা খেলোয়াড়দের দেখা, এর অংশ হওয়ার আমার জন্য সম্মানের।’

ইনস্টাগ্রামের ওই ভিডিওতে আরও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন যুবরাজ। সেখানে আসন্ন বিশ্বকাপে ভারতের কী-ফ্যাক্টর কে হতে পারেন, এমন প্রশ্নে ২০০৭ বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘সূর্যকুমার যাদব। তিনি যেভাবে খেলেন, ম্যাচের মোমেন্টাম পাল্টে দিতে পারেন মাত্র ১৫ বলে। ভারতের জন্য এই বিশ্বকাপ জয়ে আমার মতে সূর্য প্রধান ফ্যাক্টর হতে পারেন।’

এছাড়া বেশ কয়েকটি দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বেছে নেন যুবরাজ, যারা বিশ্বকাপে নিজেদের দেশের হয়ে বড় ভূমিকা রাখতে পারেন। সাবেক এই বাঁ-হাতি অলরাউন্ডার বলেন, ‘ইংল্যান্ডের কী-ফ্যাক্টর হতে পারেন লিভিংস্টোন, ওয়েস্ট ইন্ডিজের জন্য রভম্যান পাওয়েল (অন্যতম ডায়নামিক প্লেয়ার), অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স– অসাধারণ অধিনায়ক ও দুর্দান্ত বোলার।’ ৬ বলে ৬টি ছয় হাঁকানোর সামর্থ্য ‘হার্দিক পান্ডিয়া’র আছে বলেও ভাষ্য যুবরাজের।

উল্লেখ্য, আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের। যেখানে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ ছন্দে আছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। সবমিলিয়ে দারুণ রোমাঞ্চকর এক আসর শুরু হতে চলেছে বলে অনুমান করাই যায়।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0