আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

5 people were killed in the collision of two launches

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কাধাক্কিতে ৫ জন নিহত

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৪, ০৬:০০ পিএম

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কাধাক্কিতে ৫ জন নিহত
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কাধাক্কিতে ৫ জন নিহত। ফাইল ছবি।

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কাধাক্কিতে দড়ি ছিঁড়ে ৫ জন যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও এক শিশু রয়েছে। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকাল সোয়া ৩টার দিকে দুই লঞ্চের মধ্যে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা নদী বন্দর (সদরঘাট) এর যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন বলেন, ‘সদরঘাটের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিন করা হবে।

আবুল কালাম আজাদ বলেন, ‘সদরঘাটে লঞ্চ টার্মিনালের ১১নং পন্টুনের সামনে এ ঘটনা ঘটে। পাঁচ জন গুরুতর আহত যাত্রীকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচ জন যাত্রী লঞ্চে উঠার সময় গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0