সপ্তর্ষীমন্ডলের সপ্ত ঋষি ও সপ্ত ঋষিণীদের মাম
সপ্তর্ষিমন্ডলের সপ্ত ঋষিদের নাম আমরা অনেকেই জানি কিন্তু তাঁদের পত্নী সপ্ত ঋষিণীদের নাম হয়ত অনেকেই জানেন না।
হিন্দুপুরাণে সপ্তর্ষিদের নানান কথা পাওয়া যায়। সপ্তর্ষি অর্থে আদিম সাতজন ঋষি যাঁরা সরাসরি বিধাতা পুরুষ ব্রহ্মার মন থেকে জন্ম গ্রহণ করেছিলেন তাই জনশ্রুতি আছে তাঁদের ব্রহ্মার মানস পুত্র বলা হয়।
সেই সাত ঋষিরা হলেন - মরীচি, অত্রি, অঙ্গীরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু ও বশিষ্ঠ।
বলা বাহুল্য নামগুলো সংস্কৃত, তাই আমাদের কাছে একটু কঠিন লাগে। তাঁদের ইংরেজি নাম Dubhe, Merak, Phad, Megrez, Alioth, Mizar, Alkaid পরমব্রহ্ম এই সাতজনের সৃষ্টি করেছিলেন পৃথিবীতে প্রাণ বিস্তারের জন্য তাই তিনি এঁনাদের বিবাহ দিয়েছিলেন সাতজন কন্যার সাথে, সেই সাত ঋষিণীর নামগুলি হলো যথাক্রমে – সম্ভূতি, অনসূয়া, শ্রদ্ধা, প্রীতি, গতি, সন্নীতি ও অরুন্ধতী। এই সপ্ত কন্যাও তাঁদের স্বামীদের সাথে ঋষির জীবন যাপন করতেন। এই সপ্তঋষিমন্ডল সারাবছর ধ্রুবতারার চারদিকে ঘোরে।
খালি চোখে অবশ্য কেবল বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতীকেই তাঁর পাশে দেখা যায়। বাকি ঋষিণীদের অবস্থান দেখতে হলে শক্তিশালী টেলিস্কোপের দরকার পড়ে।
তথ্যসূত্রঃ হিন্দু পুরাণ