আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, জুলাই ৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Santal Rebellion Day

গোমস্তাপরে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

Bijoy Bangla

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ৩০ জুন, ২০২৪, ০৯:৪৭ পিএম

গোমস্তাপরে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

ভারতীয় উপমহাদেশে ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ শে জুন নায্যতা প্রতিষ্ঠার স্বপ্ন সারথী সাঁওতাল নেতা সিধু - কানুন নেতৃত্বে বর্তমান সাওতান পরগণার ভগনাডিহি প্রান্তের বিশাল জনসভা স্বরাজের ঘোষানে করেছিলেন এবং ৭ই জুলাই পাঁচকাঠিয়ার রাকশী বটমূলে এ হুলের সূচনা হয়। ইতিহাসে এটিই সাঁওতাল বিদ্রোহী দিবস নামে পরিচিত। রবিবার দুপুরে  চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নের মেরা কাঁঠাল গ্রামে |


১৫৯ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও আদিবাসী নাচ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শোভাযাত্রাটি বের হয়ে গ্রামের বিভিন্ন স্থান ঘুরে একই স্থান শেষ  হয়। আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার জাতীয় আদিবাসী পরিষদের আব্বায়ক বীরেন বেসরা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন দিঘলী পরিষদের রাজা জহরলাল এক্কা আদিবাসী বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ হেবরন, লাহান্তি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বঙ্গপাল, আইডিয়া সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, আদিবাসী সংগ্রামী মাতি মুরমু, জগদীশ সরেনসহ অন্যান্যরা। 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0