সোমবার, জুলাই ১৪, ২০২৫
Logo
Ramadan office 9 am to 3:30 pm

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫৮এএম

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টামন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

আসন্ন পবিত্র রমজান মাসের জন্য সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময় সূচি নির্ধারণ করেছে সরকার।  

নতুন অফিস সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। বেলা ১টা ১৫ মিনিট থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।  

সভায়, হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিষ্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।  

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রমজান মাসে নতুন অফিস সময় সূচি জানান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।

বিবিএন/২৮ফেব্রুয়ারি/এসডি