শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Logo
Fire at Kacchi Bhai Restaurant
নিয়ন্ত্রণে ৮ ইউনিট

বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩২এএম

বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বিবিএন/২৯ফেব্রুয়ারি/এসডি