বাংলাদেশ, বুধবার, নভেম্বর ৫, ২০২৫

সড়কে গাছ ফেলে ডাকাতি

Robbery by throwing trees on the road
Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:১৭ অপরাহ্ণ

সড়কে গাছ ফেলে ডাকাতি
......সংগৃহীত ছবি

 নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোয় ডাকাতদল সফল হতে পারেনি।

তার আগেই ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের পত্নীতলা উপজেলার মানাষী ও করমজাইয়ের মাঝামাঝি এলাকায় সড়কে গাছ পড়ে থাকতে দেখেন বিআরটিসি বাসের চালক।

বাসের সুপার ভাইজার রতন কুমার সাহা জানান, রাজশাহী থেকে তাদের বাসটি পোরশার নিতপুরের উদ্দেশে রাত পৌনে ৯টার দিকে ছেড়ে আসে। রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে সড়কে গাছ ফেলা দেখে বাসের গতি কমান চালক। এতে বাসটির পাশাপাশি একটি মাইক্রোবাসও আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, ৭ থেকে ৮টি মোবাইল ফোন, নারী যাত্রীদের স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

রতন কুমার সাহা বলেন, বাসের পেছনে থাকা মাইক্রোবাসটিতেও ডাকাতরা হানা দেয়। তারা মাইক্রোবাসটির চালককে মারধর করে মালামাল লুটপাট করে পালিয়ে যায়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ার কারণে ডাকাতির ঘটনা ঘটেনি। আসলে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, এ ঘটনায় যাত্রীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।