আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, মে ১৪, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Demonstration rally for 11-point demand

রাজশাহী প্যারামেডিকেল শিক্ষার্থীদের ১১দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

Bijoy Bangla

ছোটন সরদার, রাজশাহী

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৬ পিএম

রাজশাহী প্যারামেডিকেল শিক্ষার্থীদের  ১১দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
রাজশাহীর প্যারামেডিকেল শিক্ষার্থীদের ১১দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

১১দফা দাবি আদায়ের লক্ষে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সারাধন শিক্ষার্থীরা কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

সোমবার (২৯জানুয়ারি) সকাল ৮ থেকে বিকেল ৪ পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ সবাবেশে সক্রিয় অংশগ্রহণ করে। ১১ দফায় উল্লেখিত শিক্ষার্থীদের দাবী সমূহের মধ্যে রয়েছে:

১। অনতিবিলম্বে ছাত্র-হোস্টেল খুলে দিতে হবে।

২। শিক্ষার্থীদের শিক্ষক দ্বারা হয়রানি, পরিক্ষার হলে দেখে নেওয়ার হুমকি এবং তাদেরকে ভাইভায় ফেল করিয়ে দেওয়া অনতিবিলম্বে বন্ধ করতে হবে।

৩।মেধা তালিকার মাধ্যমে নিজ ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ার অগ্রাধিকার দিতে হবে।

৪। ডিপার্টমেন্টাল ল্যাব এবং সেখানে পর্যাপ্ত পরিমানে ব্যবহার যোগ্য ইন্সট্রুমেন্ট থাকতে হবে।

৫। নিদিষ্ট একটি ক্লাস রুটিন করতে হবে এবং সেই রুটিন অনুযায়ী ক্লাস নিতে হবে। এবং পরিবহন বাস টি নিয়মিত চালু রাখতে হবে।

৬।মেয়েদের জন্য আলাদা পরিবেশ বান্ধব ওয়াশরুম এবং কলেজ এ প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা থাকতে হবে।

৭। মিডট্রাম্প পরিক্ষার ব্যাবস্থা করতে হবে এবং দীর্ঘদিন যাবত যারা পাস করতে পারছে না তাদের জন্য আলাদা ক্লাসের ব্যাবস্থা ও তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

৮। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনতিবিলম্বে চালু করতে হবে।

৯। মানসম্মত ক্যান্টিন তৈরি ও খেলার মাঠ সংস্করণ এবং ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমান বসার জায়গা থাকতে হবে।

১০। প্রশাসনিক ভবন সংস্কার ও ক্লাস রুমের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

১১। মেয়েদের হোস্টেলের পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং হোস্টেলের চারিপাশের ঝোপঝাড় পরিষ্কার করতে হবে।

বিক্ষোভ সবাবেশে শিক্ষার্থীরা জানায়, প্রতিষ্ঠানে যে শর্তে শিক্ষার্থীদের ভর্তি নেয়া হয়েছে, আজও কোন কিছুই বাস্তবায়ন হয় নাই। ছাত্রদের হোস্টেল বন্ধ রয়েছে। শুধু তাদের বই পড়িয়ে শিক্ষা দেয়া হয়। প্রাকটিক্যাল শিক্ষার ব্যাবস্থা নাই, এম আর আই ও এক্স-রে মেশিন নাই। ক্লাস রুম অপরিস্কার থাকে ও লাইট ফ্যান নষ্ট। ল্যাবরুমে আলো সল্পতা, সরন্জাম ও মেয়াদ উত্তীর্ন জিনিষ পত্র।

এছাড়াও নাই ভাল টয়লেট ব্যাবস্থা। ছেলে ও মেয়েরা একই টয়লেট ব্যাবহার করে, দরজায় নাই  কনো ছিটকেনি। ময়লার স্তুপে-দূর্গন্ধ টয়লেটে প্রবেশ করা যায় না। বিক্ষোভ সমাবেশের কথা শুনে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি,নুর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডঃসিরাজুম মুবিন সবুজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের অধক্ষ্য ডাঃ ফারহানা হকের নিকট স্মারকলিপি প্রদান করেন। সমস্যা সমাধানের জন্য ৩১ জানুয়ারি আলোচনার  সিদ্ধান্ত করা হয়।

শিক্ষার্থীরা জানায় অবিলম্বের তাদের ১১ দফা দাবি মানা না হলে তারা বৃহত্তর কর্মসূচির ঘোষনার হুমকি দেন ।      


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0