বাংলাদেশ, বুধবার, নভেম্বর ৫, ২০২৫

তুষারের ৩৩ তম জন্মবার্ষিকী পালন

Noor Islam Tushar
Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ণ

তুষারের ৩৩ তম জন্মবার্ষিকী পালন
নূর ইসলাম তুষারেরর ৩৩ তম জন্মবার্ষিকী

নূর প্লাজার সত্বাধিকারী, নূর ইসলাম তুষারেরর ৩৩ তম জন্মবার্ষিকী, এক অনাড়ম্বন অনুষ্টানের মধ্যদিয়ে পালন করা হয়েছে।

আজ ১২ অক্টোবর রোববার রাতে নিউমার্কেটস্থ নূর প্লাজা ভবনে অবস্থিত" শিল্পী এ্যাড ডিজিটাল সাইন" কার্যালয়ে কেক কেটে তুষারের জন্ম দিনটি পালন করা হয়।

এসময় তার দুই সন্তানসহ উপস্থিত ছিলেন , শিল্পী এ্যাড ডিজিটাল সাইন  এর   সত্বাধিকারী ও  জনকণ্ঠের সিনিয়র  ফটো সাংবাদিক  সেলিম জাহাঙ্গীর, বিজয় বাংলা নিউজের  সম্পাদক আনিসুজ্জামান,   দৈনিক সমাচার পত্রিকার রাজশাহী প্রতিনিধি আবুল কালাম আজাদ,কালের কণ্ঠের স্টাফ ফটো সাংবাদিক সালাউদ্দীন,বিজয় বাংলার টেকনিশিয়ান আহাম্মদ উল্লাহ ।