আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Young Indonesian girl gets married in Shivchar

সিঙ্গাপুরে পরিচয়: শিবচরে ইন্দোনেশিয়ার তরুণীর বিয়ে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:৫১ পিএম

সিঙ্গাপুরে পরিচয়: শিবচরে ইন্দোনেশিয়ার তরুণীর বিয়ে
.....সংগৃহীত ছবি

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে ইন্দোনেশিয়ার তরুণী ইফহার সঙ্গে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশি তরুণ শামীম মাদবরের। সেখানেই তাদের প্রেম হয়। দুই বছরের মাথায় প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ায়। ইফহা শামীমকে বিয়ে করতে চলে আসেন  মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের বড় কেশবপুর গ্রামে।

জানা যায়, ২০১৮ সালে লালমিয়া মাদবরের তৃতীয় সন্তান শামীম সিঙ্গাপুর যান। সেখানে টিকটকের মাধ্যমে পরিচয় হয় ইন্দোনেশিয়ার তরুণী ইফহার সঙ্গে। মা-বাবা ইন্দোনেশিয়ায় বসবাস করলেও ইফহা সিঙ্গাপুরে অনলাইনে কসমেটিকসের সফল ব্যবসায়ী।

ইউটিউবে বাংলাদেশে বিয়ের ধরন পছন্দ হওয়ায় তারা এখানেই বিয়ের পরিকল্পনা করেন ইফহা। প্রথমে দুই পরিবার রাজি হয়নি। পরে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। এ অনুযায়ী, ৩০ জানুয়ারি সিঙ্গাপুর থেকে বাড়ি আসেন শামীম। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইফহা। শামীমের পরিবার সানন্দে গ্রহণ করেন ওই তরুণীকে। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও শুক্রবার শামীমের বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিদেশি তরুণীর বিয়ের অনুষ্ঠান দেখতে শামীমের বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী।

ছেলের বিয়ের বিষয়ে শামীমের বাবা জানান, বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। আমরা ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। শুক্রবার শামীম ও আমার ছোট ছেলে সুমনের একত্রে বিয়ে দিয়েছি।

বর শামীম জানান, ও খুবই ভালো মনের মানুষ। আমরা সিঙ্গাপুর যাবো। ওখান থেকে ইন্দোনেশিয়ায় ওর বাবা-মায়ের কাছে বেড়াতে যাবো।


বিবিএন/২৪ফেব্রুয়ারী/ অচ

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0