আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Local Government and Statistics Day

পবায় জাতীয় স্থানীয় সরকার ও পরিসংখ্যান দিবস উদযাপন

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৪০ পিএম

পবায় জাতীয় স্থানীয় সরকার ও পরিসংখ্যান  দিবস উদযাপন
পবায় জাতীয় স্থানীয় সরকার ও পরিসংখ্যান দিবস উদযাপন

“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এদিন “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” প্রতিপাদ্যে পবা উপজেলা পরিসংখ্যান দপ্তরের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়। এর আগে জাতীয় স্থানীয় সরকার ও পরিসংখ্যান দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ও পরিসংখ্যান দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মোঃ ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিনুল হক।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।


উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাছির, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, ইউআরসি ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, ইসলামিক ফাউন্ডেশন পবা ফিল্ড সুপারভাইজার মুসলেহুদ্দীন, সহকারী প্রোগ্রামার ব্যানবেইস ইসমোতারা খাতুন, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, পারিলা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মোরশেদ, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির, বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসাইন সাগর সহ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, সদস্য, সচিব, উদ্যোক্তা, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা পরিসংখ্যান দপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0