আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

The Bangladeshi has been missing for four months

কুয়েতে ৪ মাস ধরে নিখোঁজ বাংলাদেশির সন্ধান চায় স্বজন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৪, ০৬:২৯ পিএম

কুয়েতে ৪ মাস ধরে নিখোঁজ বাংলাদেশির সন্ধান চায় স্বজন
কুয়েতে ৪ মাস ধরে নিখোঁজ বাংলাদেশির সন্ধান চায় স্বজন

মনিরুজ্জামান মনির নামে এক কুয়েত প্রবাসী বাংলাদেশি চার মাস ধরে নিখোঁজ রয়েছে। পরিবার ও কুয়েতে আত্মীয়-স্বজনদের সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ হয় গত বছরের অক্টোবরে। এরপর থেকে মোবাইল বন্ধ থাকায় তাকে নিয়ে দুশ্চিন্তায় তার পরিবার।

মনিরুজ্জামান বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব ভূতুরদিয়া গ্রামের মোতাহার বেপারির ছেলে।

তার স্ত্রী শিমু বলেন, আমার স্বামী ১৮ বছর ধরে কুয়েতে থাকেন। কন্ট্রাক নিয়ে ইলেক্ট্রিকের কাজ করে। চার মাস আগে তার সঙ্গে কথা হয়। এরপর থেকে মোবাইল বন্ধ থাকায় কোনো খোঁজ-খবর পাচ্ছি না। আমার এক মেয়ে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে। সবার সহযোগিতায় আমি স্বামীর সন্ধান চাই।

নিখোঁজ প্রবাসীর ভগ্নিপতি মোস্তফা বলেন, কুয়েতের ইমিগ্রেশন থানায় খোঁজ নিয়ে জেনেছি এ নামের কেউ কুয়েতের বাইরে যায়নি। তার নামে কোনো মামলাও নেই। যেসব জাগায় থাকত সেসব জায়গায় খোঁজ নিয়েছি, কেউ সন্ধান দিতে পারেনি। একটা অফিসের মাধ্যমে ফ্রি আকামা লাগিয়ে বাইরে কাজ করত। কিন্তু কোনো একটা কারণে তার আকামা লাগেনি। যে অফিসে আকামার জন্য দিয়েছিল সেই অফিসও বন্ধ। তার সঠিক অবস্থান ও সন্ধান পেতে প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0