আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Free clothing distribution

বাবুডাইং আলোর পাঠশালায় বিনামূল্যে পোশাক বিতরণ

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে, ২০২৪, ০৫:৫৯ পিএম

বাবুডাইং আলোর পাঠশালায় বিনামূল্যে পোশাক বিতরণ

‘হামার তিন গিদরো এ ইসকুলে পড়হে। শভার ইসকুলের পোশাক একসোতে বানিয়ে দিতে পারিনা। ব্যাটার দিতে পারলেও মাইয়্যা দুটার পারিনি। কিন্তু আলোর পাঠশালা থাইক্যা হামার দুই মাইয়্যাকে ইসকুলের পোশাক দিল। লতুন পোশাকে ওরাকে দেখ্যাও ভালো লাগছে। হামারঘেও খুব উপকার হোইলো।’

বিনামূল্যে স্কুলের পোশাক পেয়ে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালার তিন শিক্ষার্থীর অভিভাবক আরোতী টুডু। বৃহস্পতিবার দুপুরে সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় এবং প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় এ বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির ১৬০ জন শিক্ষার্থীকে এসব পোশাক দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কার্তিক কোল টুডু, প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস ও লুইশ মুরমু প্রমূখ।

কার্তিক কোল টুডু বলেন, হামারঘে এখানকার অধিকাংশ পরিবারই দরিদ্র। সবাই ড্রেস বানিয়ে দিতে পারে না। স্কুলের উদ্যোগে পোশাক দেয়াতে খুব উপকার হোইলো। এছাড়া এ স্কুলে পড়তে কোন বেতনও লাগে না। এজন্য প্রথম আলোকে ধন্যবাদ।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0