রবিবার, মার্চ ১৬, ২০২৫
Logo
Eggplant kg 2 Tk
বেগুনের কেজি ২ টাকা

ক্ষোভে পুরো খেতের বেগুন গাছ কেটে ফেলেছেন কৃষক

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ২০ মার্চ, ২০২৪, ০৯:১৯এএম

ক্ষোভে পুরো খেতের বেগুন গাছ কেটে ফেলেছেন কৃষক
খেতের বেগুন গাছ কেটে ফেলছেন কৃষক। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জে পাইকারিতে মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ২-৫ টাকা দরে। এই ক্ষোভে পুরো খেতের বেগুন গাছ কেটে ফেলেছেন কৃষক জুনায়েদ। তিনি হাত্রাপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে।বুধবার (২০ মার্চ) করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের হাত্রাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বেগুন গাছ কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে কৃষক জুনায়েদকে বলতে শোনা যায়, গতকাল মঙ্গলবার সকালে তিনি স্থানীয় বাজারে বেগুন নিয়ে গিয়েছিলেন। সেখানে ২-৫ টাকা কেজি দরে বেগুন বিক্রি করতে হয়েছে। কিছু বেগুন বিক্রি করতে না পারায় মানুষকে দিয়ে দিয়েছেন। সেই ক্ষোভে আজ বুধবার সকালে ঘুম থেকে উঠে খেতের সব বেগুন গাছ কেটে ফেলেছেন।

এ বিষয়ে কৃষক জুনায়েদ বলেন, ‘২৫ শতাংশ জমিতে বেগুন চাষ করেছি। বর্তমানে গাছে ১০০ মণ বেগুন রয়েছে। প্রতি বছর রমজান মাসে বেগুনের অধিক মূল্য থাকায় এবার সেই আশায় বেগুনের চাষ করেছিলাম। চাষে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। বেগুনের বর্তমান বাজারমূল্য কম থাকায় খরচের টাকাই উঠবে না। তাই বেগুনের সব গাছ কেটে দিয়েছি।

কাদিরজঙ্গল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবুল খায়ের সুমন বলেন, ‘কয়েকদিন আগেও বাজারে বেগুনের ভালো দাম ছিল। হঠাৎ করে বাজারে ধস নেমেছে। সেই ক্ষোভ থেকেই সব গাছ কেটে দিয়েছেন জুনায়েদ।