চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ৮মে উপজেলা পরিষদের নির্বাচনের নবনির্বচিত উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গোমস্তাপুর বাসির পক্ষ থেকে রবিবার বৈকালে গোমস্তাপুর বাস স্ট্যান্ড এলাকার একটি চাটালে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক বিএনপির আহবাহক মুনিরুল ইসলাম। অনুষ্ঠনে বক্তব্য রাখেন নবনির্বচিত চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, গোমস্তাপুর উপজেলা বিএনপির আব্বায়ক আব্দুল্লাহ আল রাইয়ান, উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাসেম আলী, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য বশির আহমেদ, আলমগীর হোসেন তোতা, সাবেক সদস্য বেলাল উদ্দিন, মারজুক হোসেন, বিএনপির সাবেক নেতা মতিউর রহমান, আফজাল হোসেন, আনোয়ার খান, ফারুক হোসেন গাড্ডুসহ অন্যান্যরা।