আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, জুলাই ৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Obaidul Quader

পেনশন স্কিম নিয়ে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক : ওবায়দুল কাদের

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৪, ০১:৫২ পিএম

পেনশন স্কিম নিয়ে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক : ওবায়দুল কাদের
পেনশন স্কিম নিয়ে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের

সার্বজনীন পেনশন স্কিম নিয়ে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগামীকাল (বৃহস্পতিবার, ০৪ জুলাই) সকালে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (০৩ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওবায়দুল কাদের আমাদের সঙ্গে বৈঠকের কথা বলেছেন। আগামীকাল সকালে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এখনও সময় জানানো হয়নি।

আন্দোলন চলমান থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এদিকে আজ তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মূল ফটকে শিক্ষক সমিতির নেতারা দুপুর ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0