আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Facebook cannot be used across the country

দেশজুড়ে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৪, ১০:০১ পিএম

দেশজুড়ে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না
__প্রতীকী ছবি

দেশব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না। ডেস্কটপ অথবা মোবাইলে লগইন থাকা অবস্থা থেকে হঠাৎ করেই লগ আউট হয়ে যাচ্ছে। চেষ্টা করেও লগইন করা যাচ্ছে না। তবে কী কারণে এমনটি হয়েছে তার তথ্য ফেসবুক কর্তৃপক্ষ মেটা এখনও জানায় নি। মঙ্গলবার (৫ মার্চ) রাত নয়টার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ফেসবুক ব্যবহারকারীরা এ সমস্যার সম্মুখিন হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি ব্যবহার করা যাচ্ছে না মেসেঞ্জারও। মেটার ওয়েবসাইটেও এ প্রতিবেদন (রাত ৯টা ৪০ মিনিট) লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো কিছু বলা হয় নি। ডাউন ডিটেক্টর নামে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইটে বলছে, ফেসবুক পুরোটা ডাউন হয়ে গেছে। এতে দেখা গেছে ৭২ শতাংশ সমস্যা হচ্ছে লগইন করতে। এছাড়া অ্যাপে সমস্যা হচ্ছে ১৯ শতাংশ। আর ওয়েবসাইটে সমস্যা দেখা গেছে ৯ শতাংশ।

ব্রাউজার ও অ্যাপ থেকে হঠাৎ ফেসবুক, ম্যাসেঞ্জার লগ-আউট হয়ে যায়। এরপর থেকে আর ব্যবহারকারীরা লগ-ইন করতে পারছেন না। একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম ও থ্রেডসেও। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের জটিলতা দেখা যায়নি। বিশ্বজুড়ে ওয়েবসাইটের ত্রুটি পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টর জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অন্তত ১ লাখ ৩৪ হাজার ব্যবহারকারী #ফেসবুকডাউন, ৭৯ হাজার ব্যবহারকারী #ইনস্টাগ্রামডাউন পোস্ট করেছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মেটা এ বিষয়ে মন্তব্যে বলেছে যে তারা ফেসবুক লগইনের সমস্যা সম্পর্কে জেনেছে। তারা যত শিগগির সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। মেটার আওতাধীন ফেসবুকের সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। ফলে হঠাৎ করেই ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক বন্ধ হওয়ার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনকণ্ঠকে জানাতে থাকেন ব্যবহারকারীরা।

এদিকে, বিভিন্ন মারফতে জানা যায় যে এই সমস্যা আগামী একদিন পর্যন্ত থাকতে পারে। একদিন পরেই আবার ঠিক হয়ে যাতে ফেসবুক আইডি। তবে কেউ একাধিকবার তার আইডি লগইন করার চেষ্টা করলে আইডি বাতিলও হয়ে যেতে পারে। দেশে ও দেশের বাইরে খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ করেই ফেসবুক লগআউট হয়ে গেছে সবার। এ সময় অনেকেই ভেবেছিলেন যে তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে। পরে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেও কোনো সফলতা পাওয়া যায়নি। এরপর গণমাধ্যমে সংবাদ দেখে এবং বিভিন্ন পরিচিতজনকে ফোন দিয়ে তারা নিশ্চিত হন যে এটি আসলে ফেসবুকের কারিগড়ি ত্রুটি। ফেসবুক ব্যবহারকারী সবুজ বলেন, রাত সাড়ে ৯টার দিক থেকে আমি আমার ফেসবুকে ঢুকতে পারছি না। পরে খোঁজ নিয়ে জানতে পারি ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে। 

অস্ট্রেলিয়া প্রবাসী জেসমিন জানান, এখন সিডনিতে গভীর রাত। সাধারণত রাতে ফেসবুক চালিয়ে থাকি। হঠাৎ করেই দেখি ফেসবুক লগআউটি হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম আইডি হ্যাক হয়ে গেল না তো। পরে জানতে পারি ফেসবুকের কারিগরি ত্রুটি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0