র‌্যাব অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিপুল হেরোইন জব্দ, আটক চিহ্নিত মাদক কারবারি

Huge heroin seizure
সৈয়দ মাহামুদ শাওন, চাঁপাইনবাবগঞ্জ : ১৭ জানুয়ারি ২০২৬ ০২:১৮ অপরাহ্ন আইন-আদালত
সৈয়দ মাহামুদ শাওন, চাঁপাইনবাবগঞ্জ : ১৭ জানুয়ারি ২০২৬ ০২:১৮ অপরাহ্ন
র‌্যাব অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিপুল হেরোইন জব্দ, আটক চিহ্নিত মাদক কারবারি
চরবাগডাঙ্গা এলাকায় নিজ বসতবাড়ি থেকে প্রায় তিন কোটি টাকার মূল্যের অবৈধ মাদক হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি এবরান আলীকে গ্রেফতার করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকায় নিজ বসতবাড়ি থেকে প্রায় তিন কোটি টাকার মূল্যের অবৈধ মাদক হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি এবরান আলীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায় , শুক্রবার গভীর রাতে র‌্যাব ৫ এর রাজশাহী ব্যাটালিয়নের সিপিসি ১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল সদর থানার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এক ব্যক্তি তার নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন মজুদ করে রেখেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল রাত আনুমানিক একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানে মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের বাসিন্দা এবরান আলীকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে মোড়ানো তিন দশমিক এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য তিন কোটি দশ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত এবরান আলীর বয়স ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।