বাংলাদেশ, বুধবার, নভেম্বর ৫, ২০২৫

পঞ্চগড়ে দিনে প্রচন্ড গরম রাতে শীত

Severity of winter
Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ

পঞ্চগড়ে দিনে প্রচন্ড গরম রাতে শীত
পঞ্চগড়ে দিনে গরম রাতে শীত

শীতের জেলা পঞ্চগড়ে এখনো শুরু হয়নি শীতের তীব্রতা। তবে কয়েকদিন ধরে রাত থেকে ভোর পর্যন্ত পড়ছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে সকাল হলেই কেটে যাচ্ছে শীত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ এর মধ্যে ওঠানামা করছে। সকাল থেকে কড়া রোদের কারণে বেশ গরম অনুভূত হয়। দিনে গরম আর রাতে ঠান্ডার বৈরি আবহাওয়ায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে বয়স্ক আর শিশুরা সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

উপজেলা সদরের শিংপাড়া এলাকার বাসিন্দা রফিকুল হক বলেন, ‘দুদিন আগে আমার ১০ মাস বয়সী ছেলের সর্দি, জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়। এজন্য হাসপাতালে এসেছি। বেড না পেয়ে বারান্দায় আশ্রয় নিয়েছি। একটা স্যালাইনও দেওয়া হয়েছে। এখন ছেলে ভালো আছে।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে কুয়াশা শুরু হয়। ভোরের দিকে ঘন কুয়াশা থাকে। উত্তরের বাতাস না থাকায় শীতের তীব্রতা তেমন নেই। তবে ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।