আজ মঙ্গলবার রাজশাহী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে কলেজ প্রশাসনের নিজস্ব উদ্যোগে কলেজে কর্মরত ৯০ জন ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কলেজ কর্মচারিদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা প্রত্যেকে স্ব-স্ব অবস্থান থেকে এভাবে পরস্পর সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সবাই মিলেমিশে সুখী সুন্দর জীবনযাপনে ও সমাজ গঠনে সফল হবো।’ এতে কর্মচারীরা অত্যন্ত আনন্দিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লাসহ সম্মানিত সকল বিভাগের বিভাগীয় প্রধান।
বিবিএন/০২ এপ্রিল/এসডি