আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Remembrance of the dead

গোমস্তাপুরে ১৯৭১ সালে ৩৫ জন হিন্দু নিহত ব্যক্তিদের স্মরণসভা

Bijoy Bangla

শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ০২:৩৫ পিএম

গোমস্তাপুরে ১৯৭১ সালে ৩৫ জন হিন্দু নিহত ব্যক্তিদের স্মরণসভা

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ১৯৭১ সালের ২০ এপ্রিল গোমস্তাপুর ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন ব্যক্তিকে পাক হানাদার বাহিনী কর্তৃক নিহত হয়েছিল। গোমস্তাপুর থানা প্রাঙ্গণে অবস্থিত বধ্যভূমিতে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর কামারপাড়া শ্রীশ্রী দুর্গা স্মৃতি মন্দির আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি কমল চক্রবর্তী সভাপতিত্ব করেন। স্মরণ সভার শুরুতেই শহীদদের স্মরণে পুষ্প অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ, অবসরপ্রাপ্ত কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস,গোমস্তাপুর পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মনোতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুমন সাহা, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু অশোক কুমার দাস, গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুবলীগ নেতা আল আমিন নাসু, সমাজসেবক আবুল কালাম আজাদ মিঠু ও প্রাক্তন মেম্বার বেলাল উদ্দিন। বক্তারা তাদের বক্তব্যে বলেন ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী বেছে বেছে ৩৫ জন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিকে প্রথমে গুলি করে হত্যা করার পর তাদেরকে পুড়িয়ে মেরেছে এবং একসাথে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছিল। স্মরণসভায় শেষে শহীদদের স্মরণে বৌদ্ধ ভূমিতে হরিনাম যজ্ঞা করা হয়। 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0