চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ১২ হাজার ৫ শত ৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ২৭ অক্টোবর ) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তায় প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা। আরোও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, জেসমিন আক্তার লাবনী, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমূখসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ।