আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, মে ১৪, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Providing sewing machines and goats to the disabled

পি.এস.ডব্লিউ.এফ-এর উদ্যোগে দারিদ্র প্রতিবন্ধীদের সেলাই মেশিন ও ছাগল প্রদান

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৪, ০৫:৪০ পিএম

পি.এস.ডব্লিউ.এফ-এর উদ্যোগে দারিদ্র প্রতিবন্ধীদের সেলাই মেশিন ও ছাগল প্রদান
প্রফেশনাল সোসাল ওয়ার্কার্স ফাউন্ডেশন উদ্যোগে দারিদ্র প্রতিবন্ধী মাঝে সেলাই মেশিন ও ছাগল প্রদান করছেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

প্রফেশনাল সোসাল ওয়ার্কার্স ফাউন্ডেশন (পি.এস.ডব্লিউ.এফ) রাজশাহী উদ্যোগে দারিদ্র প্রতিবন্ধী পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন ও ছাগল প্রদান হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা পরিষদ প্রাঙ্গণে দুপুর ১২ টায়  সেলাই মেশিন ও ছাগল  প্রদান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী  মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন (পি.এস.ডব্লিউ.এফ) কর্মকর্তা আতিকুল ইসলাম, আনছার আলী, দেলোয়ার হোসেন, কামরুজ্জামান, সোলেমান আলী, আব্দুস সবুর,আব্দুল মমিন ও রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক ও (পি.এস.ডব্লিউ.এফ) সভাপতি মো: মোজাম্মেল হক।

এ সময় দারিদ্র প্রতিবন্ধী নারী ও পুরুষের হাতে ৪টি সেলাই মেশিন ও ২ জনকে ছাগল প্রদান করা হয়।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0