আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, জুলাই ১, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Abdullah al-Mamun

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১৭ জুন, ২০২৪, ১২:৫৩ পিএম

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশগ্রহণ করেন তিনি।

ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যরা ছাড়াও সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


পরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আইজিপি ঈদের নামাজ শেষে ডিএমপির মেস পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। তিনি নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনগণের আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0