আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Big fish caught in Padma

পদ্মায় ধরা পড়ল বড় ঢাঁই মাছ ॥ ৩২০০ টাকা কেজি দরে বিক্রি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৪, ০৩:২৭ পিএম

পদ্মায় ধরা পড়ল বড় ঢাঁই মাছ ॥ ৩২০০ টাকা কেজি দরে বিক্রি
ঢাঁই মাছ...সংগৃহীত ছবি

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ৭ কেজি ওজনের একটি ঢাঁই মাছ ধরা পড়েছে।

সোমবার (১ জুলাই) ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরীঘাটের অদূরে কর্ণসোনা এলাকায় হজু মণ্ডল জেলের জালে মাছটি ধরা পড়ে।

সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে মাছটি প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা দরে মোট ২২ হাজার ৪০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, মাছটি আমি প্রতি কেজিতে সামান্য কিছু লাভে বিক্রির আশায় অপেক্ষা করছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় রুই,কাতলা,মৃগেল,বাঘাইড়,পাঙাশ,ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছে।

উল্লেখ্য, ঢাঁই (শিলং) মাছ দেখতে অনেকটা পাঙাশের মতো। রুপালি রঙের আঁশবিহীন মাছ এটি। সাধারণত এই মাছের ওজন এক থেকে দুই কেজি হয়। বর্ষা মৌসুমে জালে মাঝেমধ্যে দু–একটি বড় আকারের ঢাঁই মাছ ধরা পড়ে। ঢাঁই বেশ দুষ্প্রাপ্য ও দামি মাছ।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0