আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, মে ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

dancing fountain was launched

শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে চালু হলো ড্যান্সিং ফোয়ারা

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৪, ১০:০৪ পিএম

শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে চালু হলো ড্যান্সিং ফোয়ারা

শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের অভ্যন্তরে অরণ্য রিসোর্ট এর সামনের পুকুরে চালু হয়েছে দৃষ্টিনন্দন ড্যান্সিং ফোয়ারা। রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ড্যান্সিং ফোয়ারা এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, দর্শনার্থীদের বিনোদনের জন্য কেন্দ্রীয় উদ্যান চালু থাকাকালীন সুদৃশ্য ও মনোমুগ্ধকর এই ড্যান্সিং ফোয়ারা চালু থাকবে। লাইটিং থাকায় সময়ের সঙ্গে সঙ্গে এর বিভিন্ন রঙ পরিবর্তন হবে।

ড্যান্সিং ফোয়ারা উদ্বোধনকালে এফবিসিসিআই এর পরিচালক মোঃ শামসুজ্জামান আওয়াল, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0